ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফিলিস্তিনি নারীদের ওপর ইসরায়েলি অপরাধযজ্ঞ, আন্তর্জাতিক তদন্ত চায় হামাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০২ পিএম

ফিলিস্তিনি নারীদের ওপর ইসরায়েলি অপরাধযজ্ঞ, আন্তর্জাতিক তদন্ত চায় হামাস

ফিলিস্তিনি নারীদের ওপর ইসরায়েলি অপরাধযজ্ঞ, আন্তর্জাতিক তদন্ত চায় হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েদের ওপর ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর অপরাধযজ্ঞ চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন। এমন খবর প্রকাশের পর ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ দাবি জানাল।
 
গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েরা ইসরায়েলি সেনাদের যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন বলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন প্রকাশিত হয় মঙ্গলবার।

 জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক ফৌজদারি আইনে গুরুতর অপরাধ এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার নাৎসীবাদী সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে তার সঙ্গে আরো একটি অপরাধ যুক্ত হলো।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি নারীদের নির্বিচারে আটক করার সময় নির্যাতন, নিপীড়ন, শ্লীলতাহানী এবং বন্দি শিবিরে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় অপমান ও ধর্ষণ করার হুমকি প্রদান করে দখলদার ইসরায়েলি সেনারা যে জঘন্য অপরাধ করছে তার অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। ইসরায়েলি সেনাদের এই অপরাধযজ্ঞের জন্য তাদের নেতাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে হামাস।