ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলি বর্ণবাদ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের চেয়েও জঘণ্য: প্রিটোরিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম

ইসরায়েলি বর্ণবাদ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের চেয়েও জঘণ্য: প্রিটোরিয়া

ইসরায়েলি বর্ণবাদ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের চেয়েও জঘণ্য: প্রিটোরিয়া

জাতিসংঘের বিচার আদালতের (আইসিজে) ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি জবরদখল মামলায় শুণানীতে অংশ নিয়ে এ মন্তব্য করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলেছে, ‘এটা স্পষ্ট যে, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বর্ণবাদি অপরাধেরও চরম লংঘন।’ প্রিটোরিয়া আদালতকে বলেছে, ১৯৯৪ সালের পূর্ব পর্যন্তু দক্ষিণ আফ্রিাকায় যে ইউরোপীয় বর্ণবাদ চালু ছিল ইসরায়েলি বর্ণবাদ তার চেয়েও অনেক বেশি জঘণ্য।
 নেদারল্যান্ডসে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ভুসিমুজি ম্যাডোনসোলা মঙ্গলবার বলেছেন, ‘তার দেশের কৃষ্ণ জনগণের ওপর যে ধরণের বর্ণবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্ণবাদী নীতি ও কার্যক্রম তার চেয়েও যে কতটা ভয়ংকর ও জঘণ্য তা আমরা দক্ষিণ আফ্রিকার মানুষ অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছি।’ নেদারল্যন্ডসের রাজধানী হেগে আইসিজে অবস্থিত।
 
ফিলিস্তিনি ভুখন্ডে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে অবাধ্যতামুলক আইনগত বিষয়ে ‘সুপারিশমূলক অভিমত’ জানাতে আইসিজের শুনানিতে ৫২টি দেশ এক নজীরবিহীন অবস্থান নিয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অপরাধকে ছাপিয়ে বসতিস্থাপনের বর্বর উপনিবেশবাদে রূপান্তরিত করা হয়েছে। অবিলম্বে এর অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, যেখানে বর্ণবাদ সংঘটিত হোক না কেন তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের বিশেষ দায়িত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালেকি অবিলম্বে নি:শর্তে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের দাবি জানানোর জন্য আদালতের প্রতি আহ্বান জানান।