ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম

ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

ইলন মাস্ক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত

স্বাধীন বক্তব্য ও ইউক্রেনে স্টারলিঙ্ক স্যাটেলাইট সিস্টেম সংযোগ দেওয়ার জন্য ইলন মাস্ককে এ কৃতিত্ব দেওয়া হয়েছে। একজন নরওয়েজিয়ান সংসদ সদস্য ইলন মাস্ককে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাবে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী এ উদ্যোক্তা তার টুইটার অধিগ্রহণের মাধ্যমে এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে স্যাটেলাইট যোগাযোগ প্রদানের মাধ্যমে বাক স্বাধীনতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছেন।

মঙ্গলবারের মনোনয়নে, প্রগ্রেস পার্টির মারিয়াস নিলসেন যুক্তি দিয়ে বলেন, মাস্ক তার ‘সংলাপ, বাকস্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশের সম্ভাবনার [সক্ষম] অটল প্রতিরক্ষা’র জন্য নোবেল  পুরষ্কার পাওয়ার যোগ্য।’

নিলসেন আরো বলেন, ইলন মাস্কের সর্বোত্তম ধারণা, পরিপূরক দৃষ্টিভঙ্গি, মতামত এবং চিন্তার প্রক্রিয়াগুলি সর্বোত্তম ধারণাগুলিকে স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেনে তার স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম যুদ্ধে যোগাযোগ, সমন্বয় এবং রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করতে দেশটিকে সহায়তা করেছে।

টেসলা বৈদ্যুতিক গাড়ি কোম্পানির প্রধান এবং স্পেসএক্সের মালিক হিসেবে ইলন মাস্ক বিশে^ সুপরিচিত। নিলসেন তাকে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে মনোনীত করে আরো বলেন, মাস্ক  বহুসংখ্যক প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, মালিকানা দিয়েছেন বা পরিচালনা করেছেন, যার লক্ষ্য সমাজের উন্নতি, পৃথিবী ও মহাকাশ উভয়ের জ্ঞান বৃদ্ধি করা, বিশ্বব্যাপী যোগাযোগ এবং সংযোগ সক্ষম করার পাশাপাশি... বিশ্বকে আরও সংযুক্ত এবং নিরাপদ জায়গা করে তুলতে সাহায্য করা।

আগামী অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই বছরের প্রতিযোগিতাটি বিশেষভাবে প্রতিযোগিতাময় হবে এবং এতে ট্রাম্প, উইকিলিকস প্রকাশক জুলিয়ান অ্যাসাঞ্জ, পোপ ফ্রান্সিস, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ফিলিস্তিনি সাংবাদিক হিন্দ খুউদারি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো - পাশাপাশি একাধিক এনজিও অন্তর্ভুক্ত রয়েছে।