এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম
নিজস্ব মিলিশিয়া ইউনিট গঠন করেছে চীনের প্রাইভেট কোম্পানিগুলো
মঙ্গলবার সিএনএন জানায়, দেশটির অন্যতম বৃহৎ দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ কমপক্ষে ১৬টি বেসরকারি প্রতিষ্ঠান গত এক বছরে যুদ্ধে পারদর্শী সেনা ইউনিট করেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের এই বাহিনী বা ইউনিটগুলো চীনের পিপলস আর্মড ফোর্সেস ডিপার্টমেন্টের অন্তর্ভূক্ত।
কারণ হিসেবে ২০২৩ সালের অক্টোবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, দেশের জাতীয় প্রতিরক্ষাকে উন্নত ও শক্তিশালী করতে কোম্পানিগুলিতে মিলিশিয়া স্থাপনের জন্য চেষ্টা করা হচ্ছে।
সিএনএন প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০ সালের পর থেকে চীনে এত সংখ্যায় বেসরকারি সেনা ইউনিট গঠন করতে দেখা যায়নি। পিপলস আর্মড ফোর্সেস ডিপার্টমেন্টের অধীনে বিশ্বের বৃহত্তম রিজার্ভ ও সহায়ক বাহিনী গঠন করছে চীন। জনশক্তিকে ব্যবহার করে দেশের মূল সামরিক বাহিনীকে প্রয়োজনের সময় সেনা যোগান ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই বাহিনী কাজ করে।
চীনে এখন পর্যন্ত অধিকাংশ সরকার পরিচালিত কোম্পানিগুলোই এ ধরনের মিলিশিয়া গঠনের কাজ করতো। তবে ২০২৩ সালে চীনের সর্ববৃহৎ ও বিশ্বের পঞ্চম বৃহত্তম দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইলি গ্রুপ দেশের পিপলস আর্মড ফোর্সেস ডিপার্টমেন্টে ইউনিট স্থাপন করে।
ইলি গ্রুপের এই ইউনিটটি নিজেদের কোম্পানির কার্যালয়ের অবস্থান অনুযায়ী মঙ্গোলিয়ার পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)’র অন্তর্ভূক্ত। এই ইউনিটটি চীনের আঞ্চলিক সরকারের কমিউনিস্ট পার্টি কমিটির অধীনে থাকবে।
তাছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ ডেইরি, জিয়াংসু প্রদেশের হাই’আন আরবান কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট; গুয়াংডং প্রদেশের তিনটি প্রপার্টি ডেভোলপমেন্ট, পরিবহন এবং ওয়াটার সার্ভিস কোম্পানির পাশাপাশি হুবেই প্রদেশের নয়টি কোম্পানি নিজেদের সেনাবাহিনী তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের ক্রমবর্ধমান উদ্বেগ এবং দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনায় এই ধরনের কর্পোরেট সেনা ব্রিগেড তৈরি করা হচ্ছে। কর্পোরেট সেক্টরসহ সমাজের উপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ কঠোর করার জন্য চীনা নেতা শি জিনপিংয়ের এই উদ্যোগ নিতে পারেন বলে বিশ্লেষকরা জানান।