এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ জুন, ২০২২, ০৭:০৬ পিএম
পেশার রুপান্তর ঘটালেন জাহারা মিতু
চলচ্চিত্রে ব্যস্ততা থাকলেও তার উপর নির্ভর না করে জীবিকার প্রশ্নে তিনি পেশার রুপান্তর ঘটিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন নায়িকা জাহারা মিতু। তিনি ক্রিয়েটিভ এজেন্সি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘চিফ অব অপারেশনস’ হিসেবে পহেলা জুন থেকে চাকরি জীবন শুরু করেছেন।
জাহারা মিতুর এই পেশার রুপান্তর ঘটানোর ঘটনাটি চাউর হওয়ার পর তার একজন পরিচালক বলেন, এটাতো নতুন কোনো বিষয় নয়। সেতো আগেও একটি গার্মেন্টসে কাজ করতো। কাজের অবসরে বসে থেকে কি করবে। তাই সময় পার করতেও একটা অবলম্বনও দরকার। সেটাই সে করছে। তিনি বলেন, বিষয়টা এমন নয় যে তিনি সিনেমা থেকে চাকরী যাননি, চাকরি থেকে সিনেমায় এসেছেন।
চলচ্চিত্রে জাহারা মিতুর প্রথম ছবি ‘আগুন’। এই ছবিটি শেষ পর্যন্ত শেষ না হলেও তিনি নায়িকা সংকটের সময়ে পর পর বেশ কয়েকটি ছবি পেয়ে যান। এর মধ্যে রয়েছে শামীম আহমেদ রনির ‘কমান্ডো’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’, কাজী হায়াতের ‘জয় বাংলা’, শাহীন সুমনের ‘কুস্তিগীর’ ও সুমন ধর-এর ‘শত্রু’। বেশির ভাগ ছবিরই কাজ শেষের দিকে।
চাকরি প্রসঙ্গে তিনি বলেন, পুরো এজেন্সির দায়িত্বে আমি। যেহেতু চিফ অব অপারেশনস তাই ক্লায়েন্ট হ্যান্ডেল থেকে শুরু করে প্রজেক্ট বাস্তবায়ন পুরোটাই আমার দায়িত্বে। করোনার মধ্যে আরো একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে যোগ দিয়েছিলাম। তবে সেখানে ক্রিয়েটিভ কাজের জায়গা ছিল না। তাই মানসিক সন্তুষ্টি পাইনি বলে চাকরি ছেড়ে দিয়েছিলাম। নতুন জায়গায় অবশ্য সেই মানসিক শান্তির জায়গাটা পেয়েছি। তাই জয়েন করেছি।
তিনি বলেন, অভিনয় আমার মূল জায়গা। পেশাগতভাবে অভিনয়কে কখনোই চাইনি। তবে অভিনয় আমার নেশা। আমার ভালোবাসার জায়গা। তাই করর্পোরেট জায়গা ঠিক রেখে আমি অভিনয়টা চালিয়ে যেতে চাই। কর্তৃপক্ষ আমাকে সেভাবে কাজের সুযোগ দেয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি, ভালো কিছুই হবে।