ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

চালক ছাড়াই ৭০ কিলোমিটার পাড়ি দিলো ট্রেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

চালক ছাড়াই ৭০ কিলোমিটার পাড়ি দিলো ট্রেন

চালক ছাড়াই ৭০ কিলোমিটার পাড়ি দিলো ট্রেন

পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেলওয়ে।

বিবিসি জানায়, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, চালক ছাড়া ট্রেনটি একের পর এক স্টেশন পার হয়ে যাচ্ছে। এটি জম্মু-কাশ্মীরের কাটুয়া থেকে পাঞ্জাবের হশিয়াপুর চলে আসে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দ্রুতগতির ট্রেনটিকে পরে থামানো হয়েছে। এ সময় কোনো দুর্ঘটনা কিংবা কেউ হতাহত হয়নি।

নুড়িপাথরবোঝাই ৫৩ বগির পণ্যবাহী ট্রেনটি জম্মু থেকে পাঞ্জাবে আসছিল। ক্রুদের দায়িত্ব বদলানোর জন্য কাথুয়া রেলস্টেশনে চালক ট্রেনটি থামান।

কর্মকর্তারা জানান, ওই জায়গায় রেললাইনে ঢাল ছিল। চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পর হঠাৎ ট্রেনটি নিজে নিজে চলতে শুরু করে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের ওপর কাঠের ব্লক ফেলে দ্রুতগতির ট্রেনটির গতি কমিয়ে ফেলা হয়। একপর্যায়ে ট্রেনটি থামানো হয়।