এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম
মিয়ানমার শান রাজ্যের ৭ শহর নিয়ে গঠিত হচ্ছে বেসামরিক সরকার
এই ঘোষণা দিয়েছে পালঙ স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ)। তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা হলো পিএসএলএফ। থাই সীমান্তে এই ফ্রন্টটি গঠিত হয়েছে ১৯৯২ সালে।
যে তিনটি গ্রুপ নিয়ে ব্রাদারহুড গঠিত হয়েছে তার একটি হলো টিএনএলএ। অপর দুটি গ্রুপ হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মি (এএ)। গত ২৭ অক্টোবর থেকে ব্রাদারহুড জান্তা সেনাদের বিরুদ্ধে অপারেশন ১০২৭ শুরু করে। ইতোমধ্যে তারা ২০টি শহর ও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ নিয়ন্ত্রণে নিয়েছে।
পিএসএলএফ অন্যান্য সশস্ত্র সংস্থার দ্বারা জোরপূর্বক নিয়োগ এবং কর আদায়ে হস্তক্ষেপ প্রতিরোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। পিএসএলএফ প্রেসিডেন্ট লে. জে. তার আইক বঙ গত জানুয়ারি মাসে তাঙ ন্যাশনাল রিভলিউশন ডে’র ভাষণে জান্তামুক্ত অঞ্চলকে নতুনভাবে গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে জনগণের সমর্থন চাই।’
এদিকে বার্তা সংস্থা নারিনজারা জানিয়েছে, রাখাইন রাজ্যের অনেক পুলিশ সদস্যই জান্তাদের ত্যাগ করে আরাকান আর্মিতে (এএ) যোগদান করছে।