ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সামরিক ড্রোন ভূপাতিতে ক্ষুব্ধ ইসরায়েলের হিজবুল্লাহ অবস্থানে বিমান হামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

সামরিক ড্রোন ভূপাতিতে ক্ষুব্ধ ইসরায়েলের হিজবুল্লাহ অবস্থানে বিমান হামলা

সামরিক ড্রোন ভূপাতিতে ক্ষুব্ধ ইসরায়েলের হিজবুল্লাহ অবস্থানে বিমান হামলা

দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হার্মেস ৪৫০ মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন ও সতর্ক থাকবেন। শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করলে, সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেওয়া হবে। এদিকে ইসরায়েল বলেছে, তাদের একটি হার্মেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হওয়ার পর লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে তারা বিমান হামলা চালিয়েছে। হার্মেস ৪৫০ মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে  ইসরায়েল।

ইসরায়েল বলেছে, এই ড্রোন লক্ষ্য করে হিজবুল্লাহর ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রটি তাদের বাহিনী ‘ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ দিয়ে ভূপাতিত করে। এর পরপরই হিজবুল্লাহর ছোঁড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ড্রোনটি লেবাননের অভ্যন্তরে ভেঙ্গে পড়ে।

ড্রোনটি ভূপাতিত হওয়ার পরেই ইসরায়েল সোমবার লেবাননের পশ্বিমের অনেক অভ্যন্তরে বালবেক শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ইউনেস্কো ঘোষিত একটি প্রাচীন নিদর্শন এলাকায় একই সঙ্গে দুই দফা বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর দুই যোদ্ধা নিহত হন। রয়টার্স জানায়, গত অক্টোবরে সংঘাত শুরুর পর এটিই ছিল সিরিয়া সীমান্তের কাছে লেবাননের সবচেয়ে অভ্যন্তরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা।