এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম
আন্তর্জাতিক পানিসীমায় মার্কিন খবরদারির দিন শেষ: হুথি
ইয়েমেনের হুথি সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার ওপর আমেরিকা এবং তার মিত্রদের গায়ের জোরে খবরদারির দিন শেষ হয়েছে। এডেন উপসাগর এবং লোহিত সাগরে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের জাহাজে যে হামলা চালাচ্ছে হুথি যোদ্ধারা তারও প্রশংসা করেন জেনারেল আতিফি।
ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল-হুদাইদা শহরে রোববার সামরিক বাহিনীর নতুন গ্রাজুয়েশন কোর্স সম্পন্ন করা ক্যাডেটদের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার সময় তিনি এসব কথা বলেন। জেনারেল আতিফি বলেন, ইসরায়েল এবং তৎসংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের সশস্ত্র বাহিনী যাতে তারা লোহিত সাগর ও আরব সাগরের নিরাপত্তাকে পুনর্বিন্যাস করতে এসব পদক্ষেপ নিয়েছে। জেনারেল আতিফি আরো বলেন, তাদের নৌ বাহিনী দুটি সাগরের পরিচয় পুনর্বহাল করেছে যা দখলদার ইসরায়েল সরকার ছিনিয়ে নিয়েছিল।
জেনারেল আতিফি বলেন, হুথি যোদ্ধারা এমন কোনো জাহাজে হামলা করবে না যেগুলোর সাথে ইসরাইলের সংশ্লিষ্টতা নেই। সানা ভিত্তিক ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক সমস্ত কনভেনশন ও চুক্তি লঙ্ঘন না করেই ফিলিস্তিনিদের পাশে অবস্থান করবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালানোর দাবি করেছে। সোমবার রাতের এ হামলায় হুথিদের ক্ষেপণাস্ত্র, ও ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন কেন্দ্র কমান্ড বা সেন্টকম সোমবার রাতে জানায়, হুথি নিয়ন্ত্রণ এলাকায় তাদের হামলায় গ্রুপটির জাহাজ বিধ্বংসি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস হয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলার জন্য এসব অস্ত্র প্রস্তত করা হচ্ছিল বলে সেন্টকমের তরফ থেকে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধের দাবিতে হুথি যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোর ওপর হামলা করছে।