ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

মিয়ানমারের আরেকটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত; অপহরণ অব্যাহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

মিয়ানমারের আরেকটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত; অপহরণ অব্যাহত

মিয়ানমারের আরেকটি মিগ-২৯ বিমান বিধ্বস্ত; অপহরণ অব্যাহত

মিয়ানমারের সামরিক জান্তা বলছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বৃহস্পতিবার মিগ-২৯ বিমানটি বিধ্বস্ত হয়েছে, চার মাসের মধ্যে এটি তৃতীয় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা।

জান্তা এক বিবৃতিতে বলেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মধ্য মিয়ানমারের মাগওয়ে শহরের কাছে মধ্যাহ্নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট বেঁচে আছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত নভেম্বরে দুই পাইলটকে বহনকারী একটি হালকা যুদ্ধবিমান মিয়ামমারের পূর্বে বিধ্বস্ত হয়, বিদ্রোহীরা দাবি করে যে তারা এটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এদিকে তরুণদের অপহরণ অব্যাহত রেখেছে জান্তা। ইয়াঙ্গুনের একটি বাস স্টেশন থেকে যে ৯ নারীকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে ৫ জনকে এখনো আটক রাখা হয়েছে। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি মিঙ্গালার মহাসড়কের আরেকটি বাস স্টেশন থেকে ১৪ রাখাইন তরুণ-তরুণীকে ধরে নিয়ে যায় জান্তা সেনারা। এদের মধ্যে ৯ তরুণীকে ছেড়ে দিলেও আটকদের চার তরুণ ও এক তরুণী এখনো বন্দী রয়েছে।

নারিনজারা নিউজ বলছে তিনটি যানবাহন তেকে শতাধিক রাখাইন তরুণকে আটক করা হলেও তাদের মধ্যে ৮১ জন তরুণীকে ছেড়ে দেওয়া হলেও ১৯ জনকে একনো আটক রাখা হয়েছে।