ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্র ভ্রমণে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১১ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

যুক্তরাষ্ট্র ভ্রমণে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

যুক্তরাষ্ট্র ভ্রমণে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

বিমান ভ্রমণের ক্ষেত্রে করোনা বিধিনিষেধ শিথিল করছে যুক্তরাষ্ট্র। রোববার (১২ জুন) থেকে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীর প্রয়োজন হবে না করোনা নেগেটিভ সনদ। করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের বিধিনিষেধ এখনও জারি রেখেছে প্রশাসন।

তবে আগামী তিন মাসের মধ্যে এ নীতি পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এ বিধিনিষেধ শিথিলের মাধ্যমে সংক্রমণ বাড়লে নীতিমালা পুনর্বহাল করা হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ইতালিও চলতি মাস থেকেই কার্যকর করবে এ নিয়ম।