ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

অর্থনীতি সংকট মোকাবেলা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসিদের সাহায্য চেয়েছে নেপাল


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

অর্থনীতি সংকট মোকাবেলা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসিদের সাহায্য চেয়েছে নেপাল

অর্থনীতি সংকট মোকাবেলা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসিদের সাহায্য চেয়েছে নেপাল

সরকার বিদেশে বসবাসরত নেপালি নাগরিকদের দেশের ব্যাংকগুলিতে ডলার অ্যাকাউন্ট খুলতে এবং দেশটির অর্থনৈতিক সংকটের মধ্যে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে। রয়টার্স, সাউথ এশিয়া মনিটর

 প্রবাসী নেপালি অ্যাসোসিয়েশন (এনআরএনএ) আয়োজিত একটি ভার্চুয়াল ইন্টারঅ্যাকশনে বক্তৃতা করতে গিয়ে নেপালের অর্থমন্ত্রী জনার্দন শর্মা বলেছেন, নেপালের ব্যাংকগুলোতে প্রবাসীদের ডলার অ্যাকাউন্ট খোলা দেশকে বর্তমান বিদেশি মুদ্রা সংকট থেকে মুক্তি পেতে সাহায্য করবে। 

শর্মা উল্লেখ করেন, ১ লাখ প্রবাসী নেপালে ১০ হাজার ডলার হারে ব্যাংক অ্যাকাউন্ট খুললে বৈদেশিক মুদ্রার অভাব হবে না। তিনি বলেন, আমাদের কাছে ৬-৭ মাসের রিজার্ভ রয়েছে। নেপাল কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুসারে, সরকারের রিজার্ভ রয়েছে ৯.৫৮ বিলিয়ন ডলার।

শর্মা আরো জানান, নেপালে আগত পর্যটকদের বিনামূল্যে ভিসা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।