ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

হঠাৎ কমে গেলো সবজির দাম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ০৬:২০ পিএম

হঠাৎ কমে গেলো সবজির দাম

 হঠাৎ কমে গেলো সবজির দাম

রোববার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই সবজির দাম কমতে শুরু করে। সরেজমিনে মোহাম্মদপুর কাঁচা বাজার ঘুরে দেখা দেখা গেছে, সব ধরনের বেগুন ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিকেলেও দাম ছিলো ৪০ টাকা।

ঢেঁড়শ, টমেটো, গাজর, লাউ এবং মিষ্টি কুমড়াও প্রতিকজি ২০ টাকা দরে বিক্রি  করতে দেখা গেছে।

রোববার বিকেল পর্যন্ত পেঁয়াজ ৯০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। কিন্তু এদিন রাত ১০টা নাগাদ মোহাম্মদপুর বাজারে দেখা যায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

হঠাৎ করে এভাবে দাম কমে যাওয়ার কারণ সুস্পষ্টভাবে কেউই বলছেন না। কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, কাওরানবাজার আড়তে প্রচুর সবজি আসায় দাম কমতে শুরু করেছে। আবার অনেকে বলছেন সিন্ডিকেটের আটকানো মাল পচতে শুরু করেছে।

কাঁচাবাজার বিক্রেতা মনসুর বলেন, আমার টমেটো, বেগুন এসব কেনা ছিলো ২৫টাকার ঊপরে। এখন দাম কমে যাওয়ায় কেজিতে ৫ টাকা লস হচ্ছে।