ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

পাকিস্তানের গোয়াদর বন্দরে হামলা, নিহত ৭


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম

পাকিস্তানের গোয়াদর বন্দরে হামলা, নিহত ৭

পাকিস্তানের গোয়াদর বন্দরে হামলা, নিহত ৭

বুধবার পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর কমপ্লেক্সে একদল সন্ত্রাসী গুলি করতে করতে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ৭ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয় বলে ডন জানিয়েছে। বুধবার (২০ মার্চ) দেশটির বেলুচিস্তান প্রদেশের আরব সাগর লাগোয়া এই বন্দরের একটি কমপ্লেক্সের সামনে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের সময় তারা নিহত হন।

বেলুচিস্তানের মাকরানের কমিশনার সাঈদ আহমেদ উমরানি ডনকে জানান,  অস্ত্র ও বোমায় সজ্জিত সন্ত্রাসীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালায়।

তিনি বলেন, সন্ত্রাসীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে।

 বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) মাজেদ ব্রিগেজ এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।