ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের অবস্থান নেতিবাচক : হামাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম

যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের অবস্থান নেতিবাচক : হামাস

যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের অবস্থান নেতিবাচক : হামাস

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের লেবাননভিত্তিক নেতা ওসামা হামাদান বুধবার একথা বলেছেন। কাতারে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যে তিনি বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের মনোভাব ‘সাধারণত নেতিবাচক’। আল-মায়েদিন এখবর জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপি বলেছে, রাফাহতে ইসরায়েলি হামলা বন্ধের বৈশ্বিক প্রচেষ্টা চলার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। এতে নিহতের সংখ্যা বাড়ছে।

বৈরুতে সাংবাদিক সম্মেলনে হামাদান বলেন, মধ্যস্থতাকারীরা মঙ্গলবার ইসরায়েলের নেতিবাচক অবস্থান তাদেরকে অবহিত করেছেন, যাতে আমাদের জনগণের প্রত্যাশার বিষয় প্রকাশ পায়নি।

তিনি বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া ‘এক ধাপ পেছনে ফেরার মতো’। এতে আলোচনা ব্যাহত এবং অচলাবস্থার সৃষ্টি হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব পৌঁছার সময় হামাদান এ মন্তব্য করেন।

রয়টার্স জানায়, গত সপ্তাহে হামাস ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। যাতে ৪২ জন জিম্মির মুক্তির কথা বলা হয় এবং প্রতি জিম্মির মুক্তির বিনিময়ে ২০ থেকে ৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা বলা হয়।