ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে ১৬০০ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে ১৬০০ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে ১৬০০ কারাবন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

রোববার সকালে মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানানো হয়, ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে। তবে তাদের মধ্যে জান্তা বিরোধী বিক্ষোভকারী বা অভ্যুত্থানের সময় আটক সাংবাদিকদের কেউ আছেন কি না তা স্পষ্ট করে জানানো হয়নি। ডন

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচি বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। সেই থেকে গণতন্ত্রের দাবিতে আন্দোলন-বিক্ষোভ চালিয়ে আসছে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ১১শর মতো মানুষ নিহত হয়। আটক করা হয় আট হাজারের বেশি বিক্ষোভকারীকে।

অভ্যুত্থানের পরপরই গ্রেপ্তার হওয়া ক্ষমতাচ্যুত অং সান সু চির অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক সিন টার্নেলকে মুক্তি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়নি। সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম চলছে।