ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১
Logo
logo

আন্তর্জাতিক ব্যবস্থায় কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ীদের সুরক্ষার সুযোগ রয়েছে: রাষ্ট্রদূত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

আন্তর্জাতিক ব্যবস্থায় কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ীদের সুরক্ষার সুযোগ রয়েছে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ব্যবস্থায় কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ীদের সুরক্ষার সুযোগ রয়েছে: রাষ্ট্রদূত

তুরস্কে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ডক্টর ফায়েদ মোস্তাফা এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং তা বাস্তবায়িত হওয়া ছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীলই রয়ে যাবে। মিডল ইস্ট মনিটর একথা জানায়।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সীমাহীন দুর্দশা ও দুর্ভোগের শিকার হওয়া সত্ত্বেও আমাদের মাতৃভূমির স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম অব্যাহত রাখবো।

তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তিবর্গের পক্ষে প্রতি পক্ষপাতিত্বপূর্ণ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আয়োজিত এক ইফতার মাহফিলে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। তুরস্কের প্রচার মাধ্যম টিআরটি শুক্রবার এ মাহফিলের আয়োজন করে।

আল-জাজিরা জানায়, গাজায় চলমান আগ্রাসন ও গণহত্যায় নিহত ৩২ হাজারেরও বেশি মানুষের ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেছেন, গাজা উপত্যকার এ গণহত্যা চলছে মার্কিন ও অস্ত্র ও সম্পদে।