এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম
আবাহনীতে পুলিশ বিধ্বস্ত
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শনিবার বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ৭-০ গোলে জয় পায় আবাহনী। এই জয় দিয়ে সুপার সিক্স পর্ব শুরু করেছে দেশের জনপ্রিয় দলটি।
ম্যাচের ১৯তম মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলাম।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ পুলিশ। বেশ কয়েকটা পেনাল্টি কর্নারও আদায় করে নেয় দলটি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি পুলিশ। ৪২তম মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। আবাহনী এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
ম্যাচের ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন রেজাউল করিম বাবু। এরপর ৫৩ মিনিটে রোমান সরকার পঞ্চম গোলটি করেন। ৫৭ ও ৫৮ মিনিটে বাকি দুই গোল করেন আবাহনীর ভেংকটেশ ও আফফান। ফলে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।