ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Logo
logo

২৫ বছর পরও শাকিব ভালো মন্দ তফাতটা বুঝলেন না’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম

২৫ বছর পরও শাকিব ভালো মন্দ তফাতটা বুঝলেন না’

২৫ বছর পরও শাকিব ভালো মন্দ তফাতটা বুঝলেন না’

‘বরবাদ’ গানে মুগ্ধ শাকিবিয়ানরা ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘রাজকুমার’ সিনেমার পরের গানের জন্য মুখিয়ে ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রকাশ করা হয় ছবির তৃতীয় গান ‘আমি একাই রাজকুমার’। 

স্বাভাবভিকভাবেই হুমড়ি খেয়ে পড়েছিলেন শাকিব খানের ভক্তরা। তবে যতটা আগ্রহ নিয়ে তারা চোখ রেখেছিলেন ততটাই বিষাদে মন ভরেছে তাদের। ‘বরবাদ’ মুগ্ধ করলেও ‘আমি একাই রাজকুমার’ দগ্ধ করেছে শাকিবিয়ানদের।

সদ্য প্রকাশিত গানটির কথা লিখেছেন ফেরারি ফরহাদ। গেয়েছেন শামীম হাসান। সংগীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী। কোরিওগ্রাফি করেছেন অশোক রাজা। 

গানের ভিডিওতে হরেক রঙয়ের পোশাকে দেখা গেছে শাকিবকে। যা তার ফ্যানদের মোটেই ভালো লাগেনি। এফডিসিতে চিত্রায়িত গানের সেটেও দেখা গেছে রুচিহীনতার ছাপ। গানের কথায়ও বিরক্ত তারা। কেউ চটেছেন শাকিবের ওপর। তার ভালো মন্দ বোঝার ক্ষমতা কম বলে মনে করছেন। সামাজিক মাধ্যমেই ফুটে উঠেছে সে চিত্র।

একজন লিখেছেন, গানের কথা একদম বাজে। একজন তো ক্ষোভ ঝেড়েছেন পরিচালক হিমেল আশরাফের ওপর। তিনি লিখেছেন, হিমেল মুক্ত শাকিব চাই। এক শাকিব ভক্ত পরিচালকের উদ্দেশে লিখেছেন, গানটি ছবি থেকে কেটে দিলেই শাকিবিয়ানরা খুশি। 

অন্য ভক্ত আবার শাকিবের ওপর ক্ষোভ ঝেড়েছেন। রাগে দুঃখে তিনি লিখেছেন, ‘রাজকুমার’ সিনেমা দেখার জন্য যতটাই আগ্রহে ছিলাম, এখন ততটাই অনুৎসাহী। এত জঘন্য লিরিক, ফালতু গায়কী, ফালতু এডিটিং, ফালতু কস্টিউমে নির্মিত গান কীভাবে একটা সিনেমায় যুক্ত হতে পারে? এসব জঘন্য লিরিকে কখনও কোনো ডান্স নাম্বার হতে পারে না। শাকিব খানই কীভাবে এসব জঘন্য লিরিকের গানে পারফর্ম করল! ২৫ বছর পরও লোকটা ভালো মন্দ তফাতটা বুঝল না।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।