এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম
জুম্মাতুল বিদায় আল-আকসায় ১ লাখ ২০ হাজার মুসল্লীর নামাজ আদায়
রমজানের শেষ শুক্রবার জেরুজালেমে আল-আকসা মসজিদে লক্ষাধিক মুসল্লী নামাজ আদায় করেছেন। ইসরায়েল পুলিশ অন্তত ১৬ জনকে গ্রেপ্তার করেছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
হাজার হাজার মুসল্লীর নামাজ আদায়ের সময় জেরুজালেম সহ মসজিদুল আল আকসায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।
ইসরায়েলি পুলিশ বলছে, কঠোর নিরাপত্তার মধ্যে কোন ঘটনা ছাড়াই জুম্মার নামাজ আদায় করেন মুসল্লীরা। তবে একজন পুলিশ অফিসারকে আক্রমণ করার জন্য একজনকে, অন্য দুইজনকে আল আকসা মসজিদ থেকে দূরে থাকার পূর্ববর্তী আদেশ অমান্য করার জন্য গ্রেপ্তার করা হয়।
শনিবার সকাল পর্যন্ত জেরুজালেমে পুলিশ বর্ধিত অভিযান অব্যাহত ছিল।
এছাড়া উসকানি দেওয়ার জন্য আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইসরায়েলি পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন উত্তর ইসরায়েলের এবং অন্য চারজন পূর্ব জেরুজালেমের বাসিন্দা।
মুসল্লীরা স্লোগান দিতে থাকে ‘আমরা আমাদের আত্মা এবং রক্ত দিয়ে আল আকসাকে উদ্ধার করব’।