ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০৪:০৪ পিএম

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ 

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ 

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা'র দুই দিনের সফরে রোববার সকাল সাড়ে ন'টা ঢাকা পৌঁছাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

পরে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

বিকেল চারটা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কারিগরী সহায়তা নিয়ে একটি চুক্তি এবং ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। সেখানে ইফতার ও নৈশভোজে অংশ নেবেন তিনি।