ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাফাহতে হামলা পরিকল্পনার বিরোধী যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল অনড়: কর্মকর্তা 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৬:০৪ পিএম

রাফাহতে হামলা পরিকল্পনার বিরোধী যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল অনড়: কর্মকর্তা 

রাফাহতে হামলা পরিকল্পনার বিরোধী যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল অনড়: কর্মকর্তা 

রাফাহতে ইসরায়েলের সেনা অভিযানের পরিকল্পনা বাইডেন প্রশাসনের অভ্যন্তরেই ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়েছে। অভ্যন্তরীণ বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এ ধরণের ইসরায়েলি হামলা হলে সেখানকার ফিলিস্তিনি জনগণ ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হবে। 

গাজার রাফাহ শহরে ১৫ লাখেরও বেশি বাস্তচ্যূত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা টিআরটি ওয়ার্ল্ডকে একথা বলেছেন।

তিনি বলেন, বাইডেন প্রশাসন রাফাহতে চূড়ান্ত অভিযান না চালাতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, এটিই হল আমাদের অবস্থান। এ ব্যাপারে কোন অস্পষ্টতা নেই।

ইসরায়েল আভাস দিয়েছে যে, রাফাহতে সেনা অভিযানের বিরোধিতা করছেন বাইডেন প্রশাসনের কমকর্তারা। ইসরায়েল অবশ্য এ অভিযানের সব কিছু চূড়ান্ত করে ফেলেছে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যোগাযোগকারী একজন ইসরায়েলি কর্মকর্তা তারিখে চূড়ান্ত না হওয়ার একথা জানিয়েছেন।