ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৬:০৪ পিএম

বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

গত মঙ্গলবার রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত সরকারি ছুটি থাকায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।  

বেনাপোল বন্দরের পরিচালক করিম জানান, এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোর দার করার নির্দেশ দেওয়া হয়েছে।