ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

তাপপ্রবাহের ধাক্কা ভোটেও, প্রথম দফাতে কমেছে ভোটের হার, দ্বিতীয় দফার ভোটে বিশেষ উদ্যোগ কমিশনের 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০১:০৪ পিএম

তাপপ্রবাহের ধাক্কা ভোটেও, প্রথম দফাতে কমেছে ভোটের হার, দ্বিতীয় দফার ভোটে বিশেষ উদ্যোগ কমিশনের 

তাপপ্রবাহের ধাক্কা ভোটেও, প্রথম দফাতে কমেছে ভোটের হার, দ্বিতীয় দফার ভোটে বিশেষ উদ্যোগ কমিশনের 

 লোকসভা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে। সামনের শুক্রবার দ্বিতীয় দফার ভোট। তার মাঝেই তাপমাত্রা একেবারে রণমূর্তি ধারণ করেছে। প্রথম দফার ভোটে প্রভাব পড়েছে এই তাপপ্রবাহের। জানা গিয়েছে নাকি ভোটের সংখ্যা কমেছে। অনেকেই নাকি গরমে বাইরে বেরিয়ে ভোট দিতে যাননি। সামনেই আবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সেকারণে এই চরম আবহাওয়া নিয়ে বিশেষ সতর্ক কমিশন। এরই মধ্যে পরিস্থিতির দিকে নজর রাখতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। কারণ দ্বিতীয় দফায় কেবল উত্তর-পূর্বের রাজ্য বা উত্তরের রাজ্য নয় দক্ষিণ এবং পর্ব ও পশ্চিমের অনেক কেন্দ্রেই হবে ভোট। দফা যত এগোবে তত গরমের রাজ্য গুলিতে ভোট হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি