ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Logo
logo

বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রুমি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০১:০৪ পিএম

বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রুমি

বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রুমি

বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। 
সোমবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে জেলার পিটিআই এলাকায় মেঝ ভাই রবিউল হক রুবেলের বাড়িতে এই অভিনেতার মরদেহ নিয়ে আসা হয়।

এসময় ঢাকা থেকে মরদেহের সঙ্গে আসেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত ও সফিকুল আলম দিলু। পরে বরগুনা আবুল হোসেন ঈদগাঁ ময়দানে জানাজা নামাজ শেষে পৌরসভার গণকবরে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় রুমিকে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) ভোরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রুমি। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি