ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

পদ্মশ্রী সম্মাননা পদক গ্রহণ করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০১:০৪ পিএম

পদ্মশ্রী সম্মাননা পদক গ্রহণ করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

পদ্মশ্রী সম্মাননা পদক গ্রহণ করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

সোমবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে মর্যাদাপূর্ণ এ পদকটি বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির রাষ্ট্রপতি ভবনে পদকটি পাওয়ার পর রাতের খাবারও উপভোগ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী নিজের জীবনে আরেকটি অধ্যায় যোগ করলেন।

পদক গ্রহণের পর বন্যা গণমাধ্যমকে বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পুরস্কারটা আমার কাছে ভীষণ গর্বের।’

রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পদকপ্রাপ্তি অনুষ্ঠানে ভারতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পদ্মশ্রী প্রাপ্তি উপলক্ষে প্রথমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন তিনি। এই অভিজ্ঞতা শিল্পীর কাছে একেবারেই অন্যরকম। দারুণ প্রাপ্তির। সবকিছু মিলিয়ে যেন দারুণ ব্যাপার ঘটে গেল। এখানে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৈষ্ণব জান তো’ গানটি পরিবেশন করেন তিনি। 

সময় টিভির প্রতিবেদনে বলা হয়, বন্যার পদ্মশ্রী প্রাপ্তি বাংলাদেশের সঙ্গীতকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং শিল্পীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। আগামী প্রজন্ম বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আশার আলো ছড়াবে বলেও মনে করছেন তিনি। বন্যা বলেন, ‘শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, আমাকে সঙ্গীতের জন্য দেয়া হয়েছে এই পদক। আমার জন্য ভালো লাগার ব্যাপার যেমন, তেমনি অন্যরাও ভীষণ অনুপ্রাণিত হবে। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এখন দারুণ সব কাজ হচ্ছে।’

সঙ্গীতে অসামান্য অবদান রাখার জন্য ২০১৬ সালে তিনি অর্জন করেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি