ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

এনআরআই চিকিৎসকই দেশের ধনীতম প্রার্থী, সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম

এনআরআই চিকিৎসকই দেশের ধনীতম প্রার্থী, সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন

এনআরআই চিকিৎসকই দেশের ধনীতম প্রার্থী, সম্পত্তির পরিমাণ শুনলে চমকে যাবেন

শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে বাকি আছে আরও ছয় দফার ভোট। ভারতীয় রাজনীতিতে বাহুবলীদের সংখ্যা যেমন কম নয়, তেমনই রাজনীীতির আঙিনায় অবাধ যাতায়াত রয়েছে আর্থিকভাবে ক্ষমতাবা‌‌নদেরও। বিশেষ করে দক্ষিণ ভারতের ভোটে মানি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখনও পর্যন্ত দেশজুড়ে যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে ধনীতম হলেন পেমমাসানি চন্দ্রশেখর। অন্ধ্রপ্রদেশের গুন্টুর লোকসভা আসনের জন্য তেলেগু দেশম পার্টির প্রার্থী ডাঃ পেমমাসানি চন্দ্রশেখর মোট ৫,৭৮৫.২৮ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। তিনি একজন এনআরআই চিকিৎসক, চন্দ্রশেখর এখন পর্যন্ত দেশের সবচেয়ে ধনী নির্বাচনী প্রার্থীদের মধ্যে একজন। তাঁর সম্পত্তির পরিমাণ তাক লাগিয়ে দেওয়ার মতোই।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি