ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

এক তরুণ জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম

এক তরুণ জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

এক তরুণ জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

ইসরায়েলি-আমেরিকান জিম্মির নাম হার্শ গোল্ডবার্গ-পোলিন। হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান  ইসরায়েলে চালিয়ে যেসব ইসরায়েলিকে জিম্মি হিসেবে ধরে এনেছিলেন গোল্ডবার্গ-পোলিন(২৩) তাদের একজন।
 
ওই দিন তিনি গুরুতর আহত হন। গোল্ডবাগ-পোলিন যে বেঁচে আছেন, তার প্রথম প্রমাণ হল বুধবার প্রকাশিত এই ভিডিও। নোভা গানের উৎসব থেকে তাকে ধরে এনেছিলেন হামাস যোদ্ধারা। ওই দিন ইসরায়েলের অভ্যন্তরে হামাসের এ নজীরবিহীন অভিযানে  ১১৩৯ ইসরায়েলি নিহত হয়। আর দুই শতাধিক জিম্মি হিসেবে আটক করে হামাস।

৭ অক্টোবর ধারণ করা একটি ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে জিম্মি করতে দেখা গিয়েছিল। তাতে দেখা যায়, এই তরুণের এক হাতে গুরুতর জখম। বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুড়ার সময় গোল্ডবার্গ-পোলিনের এক হাতের কনুই থেকে নিচের অংশ উড়ে যায়।

বুধবার প্রকাশিত ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে। ভিডিওতে তিনি নিজের পরিচয় এবং জন্মতারিখ ও মা-বাবার নাম বলেছেন।

ক্যামেরার দিকে তাকিয়ে গোল্ডবার্গ-পোলিন বলেন, তিনি এখানে প্রায় ২০০ দিন ধরে আছেন। তার অর্থ দাঁড়ায়, ভিডিওটি মঙ্গলবারের আগে ধারণ করা হয়েছে। কারণ, মঙ্গলবারই এই যুদ্ধের ২০০ দিন পূর্ণ হয়েছে।

ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা গেছে। এ সময় তিনি নিজের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ভিডিও শেষ হয়েছে তার একটি আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে। আর তা হলো, ছুটির এই সময়ে পরিবারকে তিনি কিছুটা হলেও স্বস্তি দিতে পারছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি