ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

লগ্নজিতার ছবি আঁকলেন চঞ্চল, উচ্ছ্বসিত গায়িকা 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ পিএম

লগ্নজিতার ছবি আঁকলেন চঞ্চল, উচ্ছ্বসিত গায়িকা 

লগ্নজিতার ছবি আঁকলেন চঞ্চল, উচ্ছ্বসিত গায়িকা 

র্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই চঞ্চল চৌধুরীর। এই শক্তি দিয়ে দুই বাংলার দর্শককে বেঁধেছেন এক সুতায়। মাঝে মাঝে তার সৃজনশীল ভক্তরা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে পেন্সিলে অথবা রঙ তুলিতে আঁকেন অভিনেতার অবয়ব।

চারুকলায় পড়ার সুবাদে চঞ্চলের নিজেরও এই গুণটি রয়েছে। কাগজে পেন্সিলে তিনিও ফুটিয়ে তোলেন প্রিয় মানুষদের অবয়ব। এর আগে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের একটি স্কেচ করেছিলেন। এবার আঁকলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর ছবি। এতে বেশ উচ্ছ্বসিত গায়িকা। চঞ্চলের পেন্সিলে নিজের অবয়বকে জীবনের অন্যতম পাওয়া মনে করছেন তিনি।

গায়িকা ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমাদের যারা অনুরাগী, আমাদের কাজ যারা পছন্দ করেন তারা অনেক সময় হাতে এঁকে ছবি উপহার দেন। আমরা যখন মঞ্চে অনুষ্ঠান করতে যাই, এরকম হাতে আঁকা স্কেচ, আমাদের অনুরাগীদের থেকে আমরা অনেক পাই। বস্তুতপক্ষে আমার বাড়ির একটা ঘরের দেওয়াল এরকম অনুষ্ঠানে পাওয়া স্কেচ দিয়েই সাজানো। এরকমটা আমাদের জীবনে অনেক সময় হয়, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যশালী যে এটা আমাদের সঙ্গে ঘটে।’

এরপর উচ্ছ্বসিত লগ্ন লেখেন, ‘কিন্তু আমি যার কাজ পছন্দ করি, আমি যার অনুরাগী, তিনি আমার জন্য একটা স্কেচ এঁকে দিচ্ছেন, সেটা কতবার হয়? সচরাচর হয় না। কিন্তু আমি এতটাই ভাগ্যবতী যে আমার সঙ্গে সেটা হয়েছে। যার কাজে সবাই মুগ্ধ, দুই বাংলা, সারা পৃথিবী, এবং আমি যার গুণমুগ্ধ ভক্ত; যিনি এখনকার সিনেমা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যার কাজের অনুরাগী আমি, তিনি আমার জন্য এই স্কেচটি এঁকে দিয়েছেন।’

সবশেষে আঁকিয়ের নাম উল্লেখ করে গায়িকা লেখেন, ‘তার নামটা বললে সকলেই হয়তো খুব অবাক হবেন, কিন্তু এই নাম না বললে হয় না, তিনি সবার ভালোবাসার চঞ্চল চৌধুরী। উনি নিজে হাতে আমার এই স্কেচটা করেছেন। জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইও নি, কিন্তু যা পেয়েছি, তারমধ্যে এই পাওয়া অন্যতম হয়ে থাকবে।’

ওয়েব সিরিজ কারাগার দিয়ে ওপার বাংলার দর্শকের মনের জমি দখল করেছিলেন চঞ্চল। এরপর একাধিক কাজের মাধ্যমে সেখানকার বিনোদন অঙ্গনের মানুষজনেরও প্রিয় তারকা বনে গেছেন। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন শাকিব খানের তুফান সিনেমায়। খল চরিত্রে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন রায়হান রাফী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি