এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম
এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারে সৌদি আরব
প্রথম বারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারে সৌদি আরব বলে মিস ইউনিভার্সের আয়োজক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
মিস ইউনিভার্স অর্গানাইজেশনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সমন্বয়ক মারিয়া হোসে উন্ডা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘সৌদি আরব থেকে সম্ভাব্য প্রার্থীকে বেছে নিতে এখন কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালাচ্ছে সংস্থাটি।’
তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময়ের আগেই সৌদি আরবের প্রতিযোগী নির্ধারণ হয়ে যেতে পারে।
মারিয়া হোসে উন্ডা বলছেন, মিস ইউনিভার্সের মূল আসরে প্রতিযোগী পাঠানোর আগে সৌদি আরবে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিনিধি বাছাই করা হবে। রুমি আল কাহতানি যদি মূল প্রতিযোগিতায় অংশ নিতে চান, তবে তাকে আগে জাতীয় পর্বের প্রতিযোগিতায় জয়ী হতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি