ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Logo
logo

হাসি ভাইরাল হওয়া নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৪, ০৩:০৪ পিএম

হাসি ভাইরাল হওয়া নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

হাসি ভাইরাল হওয়া নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা, আইনজীবী নানা পরিচয় পিয়া জান্নাতুলের।এছড়া স্পষ্টভাষী ও প্রাণীপ্রেমী হিসেবেও পরিচিতি রয়েছে এই মিস বাংলাদেশের। মিডিয়ায় কাজের পাশপাশি আইনজীবী পেশার প্রতি তার একাগ্রতাও সংশ্লিষ্ট মহলে বেশ প্রশংসিত।

সম্প্রতি আইনজীবীর পোশাকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়ার জান্নাতুলের মুচকি হাসির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। সেই কথা শুনে তার পাশে থাকা পিয়া জান্নাতুল মুচকি হেসে দেন। আর সেই হাসিতেই ঘায়েল নেটিজেনরা।

বিভিন্ন গানের সঙ্গে পিয়া জান্নাতুলের ওই ভিডিও বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকই পোস্ট করছেন। কেউ কেউ হাসির ভিডিও দিয়ে রিলস ও মিম বানাচ্ছেন। সবমিলিয়ে পিয়া জান্নাতুলের মুচকি হাসি এখন অনলাইন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

বিষয়টি চোখ এড়ায়নি পিয়া জান্নাতুলের নিজেরও। বিষয়টি নিয়ে কথাও বলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, ‘আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি, যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।’

ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে ‘জাতীয় ক্রাশ’ তকমা দিচ্ছেন, কেউ কেউ তার প্রেমে পড়ে গেছেন বলেও পোস্ট করছেন। এ প্রসঙ্গে পিয়া জান্নাতুল বলেন, ‘আমি বুঝতে পেরেছি, যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশির ভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।’

উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। ২০০৮ সাল থেকে র‌্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু। এর পর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকেও। টেলিভিশন ও মঞ্চে উপস্থাপনার জন্যও তিনি বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন পিয়া জান্নাতুল।

২০১৩ সালে ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট ওঠে তার মাথায়। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদের মডেল হন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন পিয়া জান্নাতুল। আইসিসি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপেও লন্ডনের মাঠে উপস্থাপনা করতে দেখা গেছে তাকে।

ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে আইনজীবী পেশায় যুক্ত হন তিনি। ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া। এই দম্পতির তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি