ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

‘ডেডবডি’র প্রচারণায় রাজধানীতে বিশুদ্ধ পানি বিতরণ,মোটরসাইকেল পথযাত্রা 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম

‘ডেডবডি’র প্রচারণায় রাজধানীতে বিশুদ্ধ পানি বিতরণ,মোটরসাইকেল পথযাত্রা 

‘ডেডবডি’র প্রচারণায় রাজধানীতে বিশুদ্ধ পানি বিতরণ,মোটরসাইকেল পথযাত্রা 

তাপদাহে পুড়ছে সারাদেশ। প্রচন্ড গরমে  সাধারণ মানুষ হাসপাস করছে।  তৃষ্ণা কাতর মানুষ। এ সময় সাধারণ মানুষের কাছে এক বোতল পানি তৃষ্ণা নিবারনে যথেষ্ট। এই বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে এক নতুন প্রচারণায় নেমেছেন ভৌতিক ঘটনার অবলম্বনে  নির্মিত 'ডেডবডি' সিনেমার প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। 
 
সোমবার বিকালে 'ডেডবডি' মুক্তি উপলক্ষে মোটরসাইকেল পদযাত্রা ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে সিনেমাটির কলাকুশলীরা। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল ও পিক-আপ ভ্যান ও মাইক্রো নিয়ে সিনেমাটিন শিল্পীরা পদযাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউ মার্কেট, ধানমন্ডি, শ্যামেলী সিনেমা হল হয়ে এ পদযাত্রা শেষ হয় মীরপুর সনি  স্কয়ারে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল,  লঙ্গি পড়ে   নায়ক- অভিনেতা ওমর সানী, সঙ্গীত পরিচালক এফ এ প্রীতম। 
 
প্রসঙ্গত  সিনেমা ‘ডেডবডি’ রোজার ঈদে  মুক্তির মিছিলে ছিলো।  কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তি পাবে। তবে শেষ মুহূর্তে  মুক্তির মিছিল থেকে সিনেমাটি পিছিয়ে যায়। নায়ক অনন্ত জলিলের অনুরোধে ঈদ ছবির ভিড় থেকে বের হয়ে আসে সিনেমাটি। সিদ্ধান্ত হয় ঈদের পর আগামী ৩ মে মুক্তি পাবে ' ডেডবডি'। ইতোমধ্যে  প্রকাশ্যে এসেছে ট্রেলার। পোষ্টার।  ট্রেলার মুক্তির পর  প্রশংসায় কুড়িয়েছে। বুকিং এজেন্টরা খুশী ট্রেলার দেখে জানালেন নির্মাতা।
 
সিনেমা মুক্তি সামনে থেকে সোমবার শুরু হলো মুক্তির প্রচারণা। এক অভিনব কৌশলে শুরু হলো ছবিটির প্রচারণা। 
 
প্রযোজক- পরিচালক মো  ইকবাল বলেন, আমি ঈদে  সিনেমাটি মুক্তি দিতে চাইনি বলে   শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসি। কারণ, এবারের ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। একসঙ্গে এতগুলো সিনেমা তো এমনিতেই  হুমকি। আমাদের তো পর্যাপ্ত সিনেমা হল নেই। 
 
তিনি বলেন, এবারের ঈদে মুক্তি পাওয়া অনেক সিনেমা  দর্শক ফিরিয়ে দিয়েছে। ৩  মে আরেকটি ঈদ উৎসবের মতো  হতে যাচ্ছে। সবাইকে সিনেমা হলে এসে ডেডবডি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ছবিটি দেখে দর্শকরা ঠকবেন না৷ 
 
ওমর সানী বলেন, প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তবে এমন চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। যারা বাংলা সিনেমা ভালোবাসেন তাদের হলে এসে সিনেমাটি দেখার অনুরোধ করব। সিনেমাটি নিয়ে আমি  আশাবাদী।
 
'ডেডবডি’ সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি