ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ল ইউক্রেনের ‘হ্যারি পটার ক্যাসেল’ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০২:০৫ পিএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ল ইউক্রেনের ‘হ্যারি পটার ক্যাসেল’ 

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ল ইউক্রেনের ‘হ্যারি পটার ক্যাসেল’ 

সোমবার কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। সমুদ্রের কাছাকাছি ওই এলাকায় ‘হ্যারি পটার ক্যাসেল’টিতে ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানলে আগুন ধরে যায়। 

স্থানীয়ভাবে ‘হ্যারি পটার ক্যাসেল’ নামে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের শঙ্কু আকৃতির টাওয়ার ও ছাদে আগুন ধরে যায়। ইউক্রেন বলছে, যে রাশিয়া এই হামলা চালানোর জন্য একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেছেন, ‘আক্রমণের স্থান থেকে ১.৫ কিলোমিটার (প্রায় ১ মাইল) ব্যাসার্ধের মধ্যে ধাতব টুকরো এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তদন্তে এটি সুস্পষ্ট যে রুশ সামরিক বাহিনী প্রচুর পরিমাণে হতাহতের উদ্দেশ্য নিয়ে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছিল।

তিনি বলেন, হামলায় আহত ৩০ জনের মধ্যে দুই শিশু ও একজন গর্ভবতী নারী রয়েছে।

রুশ এ হামলায় প্রায় ২০টি আবাসিক ভবন এবং অবকাঠামোগত সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রুশ কর্মকর্তারা বলছেন, ক্রিমিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে বাধা দিতে সফল হয়েছে।

রুশ সামরিক ব্লগাররা বলেছেন যে লক্ষ্যবস্তু ছিল বিমানঘাঁটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি