ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩০০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে  মার্কিন বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩০০

 ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে  মার্কিন বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩০০

আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে বসেছেন ফিলিস্তিনপন্থীরা

নিউ ইয়র্ক নগরীর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলকে আন্দোলনকারীদের হাত থেকে মুক্ত করতে পুলিশ ডাকে কর্তৃপক্ষ।

এই বিশ্ববিদ্যালয় ছাড়া নিউ ইয়র্কের সিটি কলেজ কর্তৃপক্ষও মঙ্গলবার রাতে পুলিশ ডাকে।

এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩০০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। তাঁদের মধ্যে কত জন শিক্ষার্থী, তা স্পষ্ট নয়।

প্রায় দু’সপ্তাহ ধরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে বসেছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা।

সোমবার আন্দোলনকারীরা হ্যামিল্টন হল দখল করে নেন। হলের বাইরে টাঙিয়ে দেওয়া হয় ফিলিস্তিনি পতাকা। নিহত ফিলিস্তিনি শিশুর নামে হ্যামিল্টন হলের নামকরণ করা হয় ‘হিন্দ হল’।

সোমবারইবিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মেনাত শফিক আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, এ ভাবে ব্যারিকেড করে বিশ্ববিদ্যালয়ের কোনও ভবন দখল করা আইনবিরুদ্ধ। আন্দোলনকারীরা যেন স্বেচ্ছায় অবস্থান তুলে নেন। কিন্তু তাঁর সেই আবেদন কাজ হয়নি। তার পরেই এনওয়াইপিডি-কে ডাকেন প্রেসিডেন্ট শফিক।

মঙ্গলবার রাত ৯টা নাগাদ ক্যাম্পাসে ঢোকে পুলিশ। প্রথমে মই লাগানো ‘বেয়ার’ নামের এক বিশাল গাড়ির সাহায্যে হ্যামিল্টন হলের দোতলার জানলা দিয়ে ভিতরে ঢোকে তারা। সেখানে যে আন্দোলনকারীরা ছিলেন, তাঁদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়।

শিক্ষার্থীদের মধ্যে  হল ছেড়ে যেতে সম্মত হননি, তাঁদের গ্রেপ্তার করা হয়।

ক্যাম্পাসে তাবু খাঁটিয়ে যাঁরা অবস্থান-বিক্ষোভে বসেছিলেন, তাঁদেরও তুলে দেয় পুলিশ। কিছু আন্দোলনকারী বিনা বাধায় চলে যান। কিন্তু যাঁরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

সারা রাত ধরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে এনওয়াইপিডি। রাত পৌনে ১টার মধ্যে ক্যাম্পাস চত্বর থেকে সব আন্দোলনকারীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ধরপাকড়ের সময়ে কেউ জখম হননি বলে দাবি করেছে পুলিশ।

গত কয়েক দিন ধরে ইসরায়েল-বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করায় ১৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ বন্ধ রাখা হয়। প্রেসিডেন্ট মেনাত শফিক ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখার জন্য এনওয়াইপিডি-কে অনুরোধ জানান।

এনওয়াইপিডি প্রধান জেফ্রি ম্যাড্রে মঙ্গলবার সকালে জানিয়েছেন, ১৫-২০ জন পুলিশ কর্মী আপাতত ক্যাম্পাসে মোতায়েন থাকবেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিক্ষোভ হতে হবে শান্তিপূর্ণ এবং “জোর করে ভবন দখল করা শান্তিপূর্ণ ব্যাপার না- এটা ভুল।”

 সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স টেলিভিশনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দিনটিকে কলাম্বিয়ার জন্য দুঃখের দিন হিসেবে উল্লেখ করেছেন।

 নিউ ইয়র্ক শহরের ডেমোক্রেটট দলীয় কংগ্রেসম্যান জামাল বাউম্যান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এ অভিযানের তীব্র সমালোচনা করেছেন। সেখানে পুলিশের উপস্থিতিতে তিনি ক্ষুব্ধ।

নিউ ইয়র্কের এই দু’টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের মোকাবিলায় আমেরিকার আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পুলিশ ডাকা হয়।

ইউনিভার্সিটি অব উইসকনসিনের ম্যাডিসন ক্যাম্পাসে পুলিশ এসে প্রথমে আন্দোলনকারীদের অবস্থান তুলে নেওয়ার জন্য ১৫ মিনিট সময় দেয়। আন্দোলনকারীরা তা না শুনলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়।এই ক্যাম্পাস থেকে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসেও আন্দোলনকারীদের মোকাবিলা করতে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত ক্লাশ বন্ধ রাখা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।

ইয়েল, হার্ভার্ড, ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিনসহ আন্দোলন চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

নিম্নে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের যে সব দেশের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে তার তালিকা

   অনুবাদের ধরন
টেক্সট অনুবাদ
সোর্স টেক্সট
২,৩১৭ / ৫,০০০
অনুবাদের ফলাফল
অনুবাদের ফলাফল
ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া
     ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
     টেক্সাস বিশ্ববিদ্যালয়,
     ইলিনয়ের উত্তর-পশ্চিম বিশ্ববিদ্যালয়
     সেন্ট লুইস, মিসৌরিতে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
     ডেনভারের কলোরাডো বিশ্ববিদ্যালয়
     ওহিও স্টেট ইউনিভার্সিটি
     ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়।
     মিনেসোটা বিশ্ববিদ্যালয়
     মিশিগান বিশ্ববিদ্যালয়
     জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
     উত্তর ক্যারোলিনার একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
     জর্জিয়ার আটলান্টায় এমরি বিশ্ববিদ্যালয়
     নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
     প্রোভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটি, রোড আইল্যান্ড
     টাফ্টস বিশ্ববিদ্যালয়
     এমারসন কলেজ, ডাউনটাউন বোস্টন
     হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
     কেমব্রিজে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি
     দ্য নিউ স্কুল, ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিউইয়র্ক
     কুনি সিটি কলেজ। নিউইয়র্ক
     ইয়েল বিশ্ববিদ্যালয়.
     কলাম্বিয়া ইউনিভার্সিটি
     কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়, কানাডা
     ফ্রান্স: প্যারিস ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ (সায়েন্স পো)
     সোরবোন বিশ্ববিদ্যালয়, ফ্রান্স
     মার্কিন যুক্তরাষ্ট্র: আমেরিকান বিশ্ববিদ্যালয়,
     অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি,
     ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটি,
     কলম্বিয়া কলেজ শিকাগো,
     কর্নেল বিশ্ববিদ্যালয়,
     ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়,
     এমারসন কলেজ,
     জর্জটাউন বিশ্ববিদ্যালয়, হামবোল্ট
     ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন
     মিশিগান স্টেট ইউনিভার্সিটি ইস্ট ল্যান্সিং ক্যাম্পাস,
     মোরহাউস কলেজ,
     রাইস ইউনিভার্সিটি
     রুজভেল্ট বিশ্ববিদ্যালয়
     স্কুল অফ আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো,
     স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
     সোর্থমোর কলেজ
     মন্দির বিশ্ববিদ্যালয়
     নিউ ইয়র্কের সিটি কলেজ
     দ্য নিউ স্কুল
     ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে
     শিকাগো বিশ্ববিদ্যালয়
     কলোরাডো বিশ্ববিদ্যালয়
     কানেকটিকাট বিশ্ববিদ্যালয়
     মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টি বিশ্ববিদ্যালয়
     মিশিগান বিশ্ববিদ্যালয় অ্যান আর্বার
     নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়
     নর্থ ক্যারোলিনা শার্লট বিশ্ববিদ্যালয়
     পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়
     পিটসবার্গ বিশ্ববিদ্যালয়
     লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
     ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন,
     টেক্সাস ডালাস বিশ্ববিদ্যালয়,
     টেক্সাস সান আন্তোনিও বিশ্ববিদ্যালয়
     ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, ভার্জিনিয়া টেক
     ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
     নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়
     কানাডার মন্ট্রিলে ম্যাকগিল ইউনিভার্সিটি ক্যাম্পাস,
     অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়।
     ফ্রান্সে বিজ্ঞান পো প্যারিস
     ইতালি: স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়
     ইউকে: লিডস বিশ্ববিদ্যালয়
     ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্য
     ওয়ারউইক ইউনিভার্সিটি ইউকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি