ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাষ্ট্রপতি হতে চান লালু প্রসাদ!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জুন, ২০২২, ০২:০৬ পিএম

রাষ্ট্রপতি হতে চান লালু প্রসাদ!

রাষ্ট্রপতি হতে চান লালু প্রসাদ!

 রাষ্ট্রপতি হতে চান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। হ্যাঁ, বিহারের (Bihar) লালু প্রসাদ যাদব।

তবে ঠিকই অনুমান করেছেন, ইনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব নন। বছর ৪১-এর এই লালু প্রসাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের পৈতৃক বাড়ি গোপালগঞ্জের পাশের জেলা সারণের বাসিন্দা। মূল ধারার রাজনীতিক, ক্ষমতাধর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ লালুপ্রসাদের বিরুদ্ধেই এই যুবা লালুপ্রসাদের বিচিত্র লড়াই। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জেনে নেওয়া যাক তাঁর ভোটে প্রার্থী হওয়ার বাসনার কথা।

পেশায় কৃষক এই লালু প্রসাদ ইতিমধ্যেই ভোটের ময়দানে দু-দুটি রেকর্ডের অধিকারী। প্রথমটি হল, গ্রামের স্কুল কমিটি, সমবায়, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, বিধান পরিষদ, রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি, সব নির্বাচনেই মনোনয়ন পেশ করা হয়ে দিয়েছে তাঁর। তবে নির্দিষ্ট সংখ্যক প্রস্তাবক জোগাড় করতে না পারায় বাতিল হয়েছে রাজ্যসভা ও রাষ্ট্রপতি নির্বাচনের বিগত ভোটের মনোনয়নপত্র। ফলে এই দুই নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে থাকা সম্ভব হয়নি। কিন্তু ২০০১ থেকে কোনও নির্বাচন বাদ দেননি।

তবে, এবার রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য কোমর বেঁধে নামছেন তিনি। তাঁর দাবি, বুধবার জমা করবেন মনোনয়নপত্র। অনেকেই প্রস্তাবক হতে চান তাঁর।


এই লালুপ্রসাদের দ্বিতীয় রেকর্ড, তিনি কোনও ভোটেই জমানত রক্ষা করতে পারেননি। তবে তাতে তাঁর কিছু যায় আসে না। একেবারে পেশাদার রাজনৈতিক নেতার মতোই বলছেন, ‘নির্বাচনে হার-জিত থাকেই। আমি ভোটে লড়াই করি মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতে।

তাঁর দাবি, মানুষ আমার পাশে আছে বলেই তো ২০১৪- র লোকসভা ভোট হাজার পাঁচেক মানুষের সমর্থন পেয়েছিলাম।’

প্রতিবেশীরাও মানছেন, আপদে-বিপদে মানুষের পাশে থাকেন এই লালুপ্রসাদ। গ্রামের স্কুলে বারো ক্লাস পর্যন্ত পড়েছেন। সেই শিক্ষা সম্বল করেই সরকারি অফিস কাছারিতে গিয়ে দাবিদাওয়া নিয়ে টেবিল চাপড়ে থাকেন। ফলে থানা-পুলিশ, বিডিও, এসডিও-রা এই লালুপ্রসাদকে নিয়ে রীতিমত তটস্থ থাকেন।

আরজেডি নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের সঙ্গে সারণের বাসিন্দা ভোট পাগল লালুপ্রসাদের লড়াইটা তবে কী নিয়ে? তিনি বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধুই লালু প্রসাদ। তিনি নেতা হওয়ার পর যাদব পদবী ব্যবহার করেন না। উনি তাই যাদব নন। বিহারে ভোটের লড়াইয়ে একজনই লালুপ্রসাদ যাদব আছেন। সে হল আমি।

তবে একটি লড়াইয়ে লালু প্রসাদের কাছে হেরে গিয়ে খানিক মন খারাপ এই লালু প্রসাদের। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের নয় সন্তান। সাত মেয়ে, দুই ছেলে। সারণের লালু প্রসাদের সাত সন্তান। পাঁচ মেয়ে, দুই ছেলে। বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছাপিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু স্ত্রী অপারেশন করিয়ে নিয়েছেন। ফলে অপূর্ণই থেকে গেছে সন্তান সংখ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টেক্কা দেওয়ার বাসনা।

রাজনীতিক তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ নয় সন্তানের জন্ম দেওয়ার কারণ হিসাবে একাধিকবার বলছেন, এটা ছিল চাপিয়ে দেওয়া জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির বিরোধিতা।

আর সারণের লালু প্রসাদ? হাম দো হামারা দো- র সরকারি নীতির বিরুদ্ধে গিয়ে কেন ৪১ বছর বয়সে সাত সন্তানের পিতা তিনি? রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নামা লালু প্রসাদের দাবি, তিনি স্রেফ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টপকে যেতে চেয়েছিলেন।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে