ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

পুতিনের অভিষেক অনুষ্ঠান বর্জন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৩:০৫ পিএম

পুতিনের অভিষেক অনুষ্ঠান বর্জন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ 

পুতিনের অভিষেক অনুষ্ঠান বর্জন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ 

ক্রেমলিনে ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঙ্গলবার (৭ মে) রাতে। 

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ জানিয়েছে, পুতিনের অভিষেক অনুষ্ঠানে তাদের কোন রাষ্ট্রদূত পাঠাবে না।

গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ৭১ বছর বয়সী পুতিন পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সমালোচকরা বলছেন, এ নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা নেই। ওই নির্বাচনে পুতিন ৮৭.২৮ শতাংশ ভোট পান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, আমরা অভিষেক অনুষ্ঠানে কোন প্রতিনিধি পাঠাবো না। তিনি বলেন, আমরা তার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করি না। তবে তিনি ক্ষমতায় বহাল থাকছেন। 

কানাডা ও যুক্তরাজ্যও জানিয়েছে তারাও পুতিনের অভিষেক অনুষ্ঠানে কোন প্রতিনিধি পাঠাবে না। বাল্টিক দেশগুলোও এতে অংশ নেবে না। চেক প্রজাতন্ত্র এতে অংশ নেবে না। তবে জার্মানির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের প্রতিনিধি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি