ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভয়াবহ বিপর্যয়ের মুখে রাফাহ’র ৬ লাখ শিশু : ইউনিসেফ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৩:০৫ পিএম

ভয়াবহ বিপর্যয়ের মুখে রাফাহ’র ৬ লাখ শিশু : ইউনিসেফ

ভয়াবহ বিপর্যয়ের মুখে রাফাহ’র ৬ লাখ শিশু : ইউনিসেফ

জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সংস্থাগুলোর নিরাপদ প্রবেশের সুযোগ দেওয়ার জন্য আবারও দাবি জানিয়েছে। 

ইউনিসেফ বলেছে, রাফাহ দুবছরের কম বয়েসি ৭৮ হাজার শিশু রয়েছে। তার সাথে রয়েছে পৌণে দুই লাখ শিশু যাদের বয়স ৫ বছরের কম। এসব শিশু এখন নানা সংক্রামক রোগে ভুগছে। 

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার ৭ মাস পূর্ণ হল মঙ্গলবার(৭ মে)। সেখানে ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু।

রাফাহতে ইসরায়েলি দীর্ঘদিনের হুমকির স্থল হামলা চালানোর ঘোষণায় সেখানে অবস্থিত প্রায় ৬ লাখ শিশু আবারও ভযাবহ বিপর্যয়ের মুখে পড়েছে। ইসরায়েল তাদেরকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। 

ই্উনিসেফ বলেছে, রাফাহতে শিশুদের বিপুল ঘণত্ব বিরাজ করছে। সেখানে হামলা হলে তা তাদের জন্য ভয়াবহ দুর্যোগ ডেকে আনবে এবং জীবন ধারণের জন্য যেসব অবকাঠামো আছে তা ধ্বংস হয়ে যাবে।

 শিশু সংস্থাটি এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, গাজা এখন ধ্বংসের প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে। সেখানে ১৪ লাখ মানুষ এসে আশ্রয় নিয়েছে। যাদের প্রায় অর্ধেক শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি