এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও ২টি বসতি রাশিয়ার দখলে
রাশিয়ার বাহিনী ধীরে ধীরে ইউক্রেনের এডিভকা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তারা অনেকগুলো গ্রাম দখল করে নিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, তাদের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেৎস্কের সোলোভিয়োভ এবং উত্তরের খারকিভ অঞ্চলের বসতি দখল করে নিয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী এ ব্যাপারে কোন কিছু জানায়নি। তবে খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সাইনেইহুবোভ সোমবার বলেন, গোলাবর্ষণের শিকার এলাকাগুলোর একটি হল কটলিয়ারিভকা কুপিয়ানস্ক শহরের কাছে অবস্থিত।
ইউক্রেনের ব্লগাররা অবশ্য উভয় এলাকায় রুশ বাহিনীর হামলা ও দখলে চলে যাওয়ার কথা জানিয়েছেন। তারা জানান, পাশের কাইসলিভকা গ্রামও রাশিয়ার দখলে চলে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি