এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
ডোনাল্ড ট্রাম্পকে আবারও হাজার ডলার জরিমানা
আদালতের আদেশ অমান্য করায় সোমবার তিনি এই এক হাজার ডলার জরিমানার সম্মুখীন হয়েছেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক এ প্রেসিডেন্টকে এর আগেও ৯ বারে ৯ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার অভিযোগে করা মামলা চলাকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষীদের সমালোচনা করেন।
এবিসি জানিয়েছে, মামলাটির শুনানিকালে বিচারক জুয়ান মার্চান বলেছেন, নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, এই জরিমানা ধনী ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ট্রাম্পের জন্য যথেষ্ঠ নাও হতে পারে। বিচারক দুঃখ প্রকাশ করে বলেন, এর চেয়ে বেশি জরিমানা আরোপের ক্ষমতা তার নেই।
বিচারপতি জুয়ান মার্চান বলেছেন, তিনি এখন পর্যন্ত যে নয়বার জরিমানা আরোপ করেছেন তা ট্রাম্পকে আদেশ লঙ্ঘন থেকে বিরত রাখছে বলে মনে হ”েছ না।
২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ তথ্য নির্বাচন কমিশনের কাছেও লুকিয়েছিলেন ট্রাম্প।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি