ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

চিকিৎসার অর্থ নেই তাই হাসপাতালে স্ত্রীকে খুন করলেন স্বামী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

চিকিৎসার অর্থ নেই তাই হাসপাতালে স্ত্রীকে খুন করলেন স্বামী

চিকিৎসার অর্থ নেই তাই হাসপাতালে স্ত্রীকে খুন করলেন স্বামী

যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্টারপয়েন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে গত শুক্রবার। চিকিৎসার সামর্থ্য না থাকায় ও হাসপাতালের বিল না দিতে পেরে রনি উইগস আইসিসিইউতে তার স্ত্রীর শ্বাসরোধ করেন। তখন তার স্ত্রী ডায়ালাইসিস চলছিল। 

হাসপাতারের কর্মীরা জানান, স্ত্রীকে হত্যা করার পর ওই পাষণ্ড স্বামী চিৎকার করে বলতে থাকে আমি তাকে হত্যা করেছি। আমি তার শ্বাসরোধ করেছি। 

আইনশৃঙ্খলা রক্ষা কর্মীরা হাসপাতালে এলে দেখতে পায় ওই নারী আর নড়া চড়া না করলেও তার লাইফসাপোর্ট খোলা হয়নি। 

পুলিশের কাছে রনি উইগস স্বীকার করেন মানসিকভাবে তিনি অস্থির ছিলেন এবং তার স্ত্রীর চিকিৎসার সামর্থ্য তার ছিল না। 

পুলিশকে তিনি আরো জানান এর আগে যখন তার স্ত্রী হাসপাতালে ছিলেন তখন তাকে দুইবার হত্যার চেষ্টা করেছিলেন।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি