এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
দক্ষিণ চীন সাগরের কাছে তিনটি ভারতীয় যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগরের উদ্দেশে তিনটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ভারত।
ঘটনাচক্রে, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকাই নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং। তা নিয়ে দীর্ঘ দিন ধরে তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের শাসকগোষ্ঠীর বিরোধও রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড কৌশলগত মোতায়েনের অংশ হিসেবেই দক্ষিণ চীন সাগরে তিনটি রণতরী পাঠিয়েছে। সেগুলি এখন সিঙ্গাপুরের উপকূলে রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি