এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০২:০৫ পিএম
জিম্মিরা আজ মুক্তি পেলে কালই গাজায় যুদ্ধবিরতি: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক নির্বাচনী সভায় এ কথা বলেছেন। তিনি বলেন, ‘হামাস যদি (আজ) সব জিম্মিকে ছেড়ে দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব।
বাইডেন বলেন, ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা দাবি করেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস (আজ) জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।’
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ৭০ বছরের দখলদারিত্বের ইতিহাসে আল-আকসা তুফান নামে এক নজিরবিহীন অভিযান চালায়। এতে ১১৩৯ ইসরায়েলি মারা যায় এবং প্রায় আড়াইশ’ জিম্মি হিসেবে আটক হয়।
এর প্রতিশোধ নিতে সেই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৭৮ হাজারেরও বেশি আহত হয়েছেন।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি বাহিনীর হামলার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন বাইডেন। কিন্তু ইসরায়েলের যুদ্ধকালীন সরকার তাতে কান দেয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে রাফাতে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এই নিয়ে টানাপোড়েনের জেরে সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ পাঠানোয় স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব এক সপ্তাহ আগেই মেনে নেয়ার ঘোষণা দেয়। কিন্তু ইসরায়েল তা প্রত্যাখান করে রাফাহতে হামলা চালায়। হামাস বলেছে, নেতানিয়াহুর হটকারিতার কারণে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারছে না। এই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি নিয়ে এমন মন্তব্য করলেন বাইডেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি