এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
দুইবার পিছিয়ে পড়েও মন্ট্রিলের বিরুদ্ধে মায়ামির জয়
মেজর লিগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিলের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। প্রথমার্ধেই দুইবার পিছিয়ে পড়ার পর মেসি-সুয়ারেজদের দল দুর্দান্ত কামব্যাক করেছে। রোববার (১২ মে) ভোরে সাপুতো স্টেডিয়ামে মন্ট্রিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এ নিয়ে টানা পঞ্চম জয় তুলে নিলো ইন্টার মায়ামি। তবে এটি লিগের প্রথম কোনো ম্যাচ যেখানে গোল কিংবা অ্যাসিস্ট পাননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসি।
ম্যাচের শুরুতে মায়ামি ধীরগতির খেলা শুরু করেছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ২২তম মিনিটে ব্রাইস ডিউকের গোলে এগিয়ে যায় মন্ট্রিল। ঠিক ১০ মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুন করেন জুলসন অ্যান্থনি।
এরপর জেরার্দো টাটা মার্টিনোর দুশ্চিন্তা বাড়িয়ে বাঁ হাটুতে চোট পান লিওনেল মেসি। অবশ্য দুই মিনিট পরই তিনি আবার মাঠে ফেরেন। ৪২তম মিনিটে কর্নার থেকে নিচু হয়ে আসা বল পেয়ে মায়ামির ব্যবধান কমান মাতিয়াস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুয়ারেজের গোলে সমতায় ফেরে মায়ামি। খুব কাছ থেকে নেওয়া শটে উরুগুইয়ান তারকা লিগে নিজের ১১তম গোলটি করেন।
বিরতির পর দাপট নিয়ে খেলতে শুরু করে মায়ামি। তার কল্যাণে খুব দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ম্যাচের ৫৯তম মিনিটে মাতিয়াসের বাড়ানো বলে ক্রেমাশ্চি গোল করে মায়ামিকে এগিয়ে দেন। মেসিও স্কোরবোর্ডে নাম তোলার চেষ্টায় ছিলেন। কিন্তু তার নেওয়া শট ফিরিয়ে হতাশা উপহার দেন প্রতিপক্ষ গোলকিপার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় মায়ামি ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এ জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল মায়ামি। ১৩ ম্যাচে মেসিদের পয়েন্ট ২৭। দুইয়ে থাকা এফসি সিনসিনাটি এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট পেয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি