ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপ্পে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ০৩:০৫ পিএম

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপ্পে

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপ্পে

আগেই জানা ছিলো চলমান মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। তবে ক্লাব ও ব্যক্তির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। অবশেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন ফরাসি স্ট্রাইকার। গত শুক্রবার (১০ মে) রাতে এক ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে জানিয়েছেন, আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না। এই যাত্রা কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দে প্রিন্সেসে (তুলুজের বিপক্ষে) আমার শেষ ম্যাচ খেলব। সূত্র: ইএসপিএন

তিনি আরও বলেন, সাত বছরে এখানে অনেক স্মৃতি জমেছে। ক্লাবের প্রত্যেক কোচ ও কোচিং স্টাফের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশ্বমানের স্বতীর্থদের প্রতিও। প্যারিস ছাড়া কষ্টের হলেও আসলে আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। পিএসজি সবসময় আমার অন্তরে থাকবে। বিদায় প্যারিস। তবে ভিডিওতে এমবাপ্পে কোন দলে যুক্ত হবেন তা নিয়ে কিছুই জানাননি। গুঞ্জন চলছে এমবাপ্পে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি