এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মে, ২০২৪, ০৭:০৫ পিএম
গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
চলতি মৌসুমে জিরোনার মাঠে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বাকি চার ম্যাচ ছিলো শুধুই আনুষ্ঠানিকতার। তারপরও জয়ের ধারা অব্যাহত রেখেছে আনচেলত্তির শিষ্যরা।
শনিবার রাতে এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। দলে হয়ে জোড়া গোল করেন ব্রাহিম দিয়াজ।
খেলা শুরুর পর সহজে গ্রানাডার রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৮তম মিনিটে দলকে লিড এনে দেন গার্সিয়া। ২৪ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারের লা লিগায় এটি প্রথম গোল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের।
রিয়ালের পরের দুটি গোলই করেন দিয়াজ। ৪৯তম মিনিটে একটি, আরেকটি ৫৮তম মিনিটে। ম্যাচের বাকি আধা ঘণ্টার বেশি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৩৫ ম্যাচে ৯০।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি