ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

য়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

য়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস

য়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস

মিসর বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতে(আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করছে। 

গাজা উপত্যকায় হামলার ক্ষেত্রে ইসরায়েল গণহত্যার সনদ লংঘন করেছে এ অভিযোগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে এ মামলা দায়ের করেছে।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মিসরের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দেয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি দেশ। সেগুলো হল কলাম্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তুরস্ক। 

গাজায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৩৫,০৩৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন ৭৮,৭৫৫ জন। হতাহতদের ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি