ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

আইরিশদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

আইরিশদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান

আইরিশদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো পাকিস্তান

আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছিলো সফরকারী দল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে  আয়ারল্যান্ডের দেওয়া ১৯৩ রান তাড়া করতে নেমে ১৯ বল ও ৭ উইকেটের হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাবর আজমরা। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো পাকিস্তান।

রোববার ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে ১৯৪ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সাইম আইয়ুব ৩ বলে ৬ রান করেন এবং বাবর আজম ৪ বলে কোনো রান না করেই আউট হয়ে যান। এরপর ১৪০ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান এবং ফাখর জামান।

৪০ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন ফাখর জামান। ৪৬ বলে ৬টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার সাহায্য ৭৫ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। শেষে আজম খান ঝড়ো ব্যাটিংয়ে ১০ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ব্যাটিং করতে নেমে লরকারন টাকার ৩৪ বলে সর্বোচ্চ  ৫১ রানের ইনিংস খেলেন। এছাড়া হ্যারি ট্রাক্টর ৩২, বালবিরনি ১৬, পল স্ট্রালিং ১১, কার্টিস ক্যাম্পার ২২, জর্জ ডকরেল ১৫, গ্যারেথ ডেলানি ১০ বলে অপরাজিত ২৮ রান করলে আয়ারল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৯৩ রান। 

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আমির এবং নাসিম শাহ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি