ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Logo
logo

টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসেবে সবার শীর্ষে বাবর আজম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৪:০৫ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসেবে সবার শীর্ষে বাবর আজম

টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসেবে সবার শীর্ষে বাবর আজম

 আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এবার ছোট ফরম্যাটের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন তিনি। এতে ছাপিয়ে গেলেন ব্রায়ান মাসাবা, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ-এউইন মরগানকে।

রোববার আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান। এটি ছিলো তার অধীনে পাকিস্তানের ৪৫তম জয়। এর আগে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি ছিলো উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার। মাসাবা উগান্ডাকে জিতিয়েছেন ৪৪টি ম্যাচ। তালিকায় এরপরে যথাক্রমে এউইন মরগান ৪২, আসগর আফগান ৪২, মহেন্দ্র সিং ধোনি ৪১, রোহিত শর্মা ৪১ ও অ্যারন ফিঞ্চ ৪০টি ম্যাচ জিতিয়েছেন।

চলমান আয়ারল্যান্ড সিরিজে শুধুমাত্র ম্যাচজয়ী অধিনায়ক হিসেবেই নয়, সর্বোচ্চ ম্যাচে দলকে নেতৃত্ব দেবার রেকর্ডও গড়েছেন এই পাক অধিনায়ক। গত শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ৭৭ বারের মতো নিজের দেশকে নেতৃত্ব দেন বাবর। ভেঙে দেন সাবেক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৭৬ বারের রেকর্ড। তালিকায় বাবর ও ফিঞ্চের পরের নামগুলো যথাক্রমে ধোনি ৭২, এউইন মরগান ৭২ ও কেইন উইলিয়ামসন ৭১টি। 

এদিকে আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচের ফিফটিতে বাবরকে পৌঁছে দিয়েছে আরেকটি রেকর্ডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভিরাট কোহলির সমান সংখ্যক ৩৮টি ফিফটি নিয়ে কোহলির সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি