এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৯:০৫ পিএম
ইংল্যান্ডের হাসিব ১০ ঘণ্টা ব্যাট করে ৭৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন
ইংল্যান্ডের হাসিব হামিদ ২০১৬ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে আলোচনায় এসেছিলেন। ওই সিরিজে মাত্র ২০ বছর বয়সে লম্বা সময় ক্রিজে টিকে থাকার দক্ষতা দেখিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। এবার কাউন্টি ক্রিকেটে ১০ ঘণ্টারও বেশি সময় ব্যাটিং করে ৭৪ বছরের এক রেকর্ড ভেঙে দিয়েছেন এই ওপেনার। দলের হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে গড়েছেন সর্বোচ্চ রানের কীর্তি।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট আসর কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু আউট এ কমপ্লিটেড ইনিংস’ এর কীর্তি গড়েন নটিংহ্যামশায়ারের হাসিব। রোববার ম্যাচের তৃতীয় দিন ৫০৩ রানে অল-আউট হয়ে ১৭২ রানের লিড পায় নটিংহ্যামশায়ার। অলআউট স্পোর্টস
ইনিংসের প্রথম বল খেলতে নামা হাসিন ক্রিজে ছিলেন একদম ইনিংসের শেষ পর্যন্ত। অপরাজিত থাকেন শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে ক্যারিয়ার সেরা ২৪৭ রানে অপরাজিত থাকেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ১০ ঘন্টা ২১ মিনিটের এই ম্যারাথন ইনিংসে ডানহাতি এই ব্যাটার খেলেন ৪৫৯ বল। চার হাঁকান ২৫টি।
হাসিবের আগে নটিংহ্যামশায়ারের হয়ে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’ এ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল ২৩৯ রানের। ট্রেন্ট ব্রিজেই ১৯৫০ সালে হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত থাকেন চার্লি হ্যারিস।
ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ ১৩৭ রানে অপরাজিত ছিলেন হাসিব। তৃতীয় দিন লোয়ার-অর্ডারে ফাস্ট বোলার অলি স্টোন্সকে সঙ্গে নিয়ে ১৬৩ রানের জুটি গড়েন তিনি, যা এই দুই দলের মধ্যে ম্যাচে অষ্টম উইকেটে সর্বোচ্চ।
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি এত বছরের রেকর্ড ভেঙে দেওয়ায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট খেলা হাসিব বলেন, এখন আমাকে বলার আগ পর্যন্ত এই রেকর্ড সম্পর্কে আমি জানতাম না। এটি এমন কিছু, যখন আমি পেছনে ফিরে তাকাব, এই অর্জনের জন্য গর্বিত হবো। ৭৪ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ড ভাঙা আনন্দদায়ক। প্রথম শ্রেণিতে এটি আমার প্রথম ডাবল সেঞ্চুরি, তাই দারুণ ব্যাপার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি