এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
ক্রিকেট তারকা সচিনের নিরাপত্তারক্ষীর আত্মহত্যা
]সচিন তেন্ডুলকরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ান গুলি করে আত্মহত্যা করলেন। গত মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের জামনেরে এই ঘটনা ঘটেছে। তিনি মহারাষ্ট্রের রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য।
জানা গিয়েছে, ওই জওয়ানের নাম প্রকাশ কাপড়ে। ছুটিতে তিনি নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎই নিজের সার্ভিস রিভলবার গলায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন। তাঁর বাবা-মা, স্ত্রী, দুই নাবালক সন্তান, ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন।
পুলিশ ইনস্পেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে প্রকাশ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি